চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনশনের হুশিয়ারি দিয়ে চারুকলা ছাড়লেন শিক্ষার্থীরা

ব্যাগসহ অপেক্ষায় শিক্ষার্থীরা
ব্যাগসহ অপেক্ষায় শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারি দিয়ে চারুকলা ইনস্টিটিউট ত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা আরও জানান, দাবি আদায়ে রোববার থেকে আমরণ অনশন শুরু করবেন। 

ইনস্টিটিউট সূত্রে জানা যায়, প্রশাসন রাত ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন রাত ১১.৩০ এর পর। তবে অধিকাংশ শিক্ষার্থীর বাসা দূরে হওয়ায় রাতে থাকার জায়গা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। রাত ১২.০০ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩০ জন শিক্ষার্থী ব্যাগসহ রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ বলেন, ‘প্রায় ৩০ জন শিক্ষার্থী ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি। অনেকেরই ঠিক হয়নি কোথায় যাবে। এক মাসের জন্য বাড়ি চলে যাওয়া সম্ভব না। কারণ অধিকাংশ শিক্ষার্থীদের টিউশন রয়েছে। এভাবে ভোগান্তিতে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ করে আছে ভাবতেই অবাক লাগে।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা দশটা পর্যন্ত প্রশাসনের অপেক্ষা করেছি। ভেবেছি তারা আমাদের কোনো বিকল্প উপায় করে দেবে। কিন্তু তারা ইনস্টিটিউটেই আসে নি। আমরা অনশনে যাবো রবিবার থেকে।’

মাস্টার্সের শিক্ষার্থী যাদব দেবনাথ বলেন, ‘আমি কিছু বন্ধুকে আমার বাসায় নিতে এসেছি। এসে দেখি আরও অনেকে দাঁড়িয়ে আছে। যাওয়ার জায়গা নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ‘সিন্ডিকেটে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ভালোর জন্যই। এই বন্ধের সময় ইনস্টিটিউট সংস্কার করা হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে তারা সহায়তা করবে বলে আশা করছি। অন্যথায় ব্যবস্থা নিব।’

প্রসঙ্গত, দাবি আদায়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে রবিবার থেকে অবশন শুরুর ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এর কয়েক ঘন্টা পরেই চবি সিন্ডিকেটের সভায় চারুকলা একমাসের জন্য বন্ধ ঘোষণা করে রাত ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্তে আরও জানানো হয় এইসময়ে ইনস্টিটিউটের সংস্কার কাজ চলবে এবং ক্লাসসমূহ অনলাইনে চলমান থাকবে। 


সর্বশেষ সংবাদ