ঢাবিতে কলাপাতা-কচুপাতায় লিখে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

কলাপাতা-কচুপাতায় লিখে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
কলাপাতা-কচুপাতায় লিখে শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ  © সংগৃহীত

কাগজ-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণের মূল্যহ্রাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন স্লোগান লেখা সংবলিত কলাপাতা ও কচুপাতা হাতে সমাবেশে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, গত ৪-৫ মাসে কাগজের দাম টনপ্রতি ৩৫-৩৭ হাজার টাকা বেড়েছে। এখন বাজারে কাগজ খুঁজে পাওয়া যায় না। এর জন্য মিলমালিকরা অযৌক্তিকভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করছেন।

আরও পড়ান: সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর, বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষার্থীদের নিকট সাশ্রয়ী দামে শিক্ষা উপকরণ সরবরাহের দাবি জানান দীপক শীল।  তিনি বলেন, আমরা আদিম যুগের মতো কলাপাতায় কিংবা তালপাতায় লিখব না। খাতা-কলমেই লিখতে চাই। শীঘ্রই শিক্ষা উপকরণের মূলহ্রাস না পেলে আমরা কঠোর আন্দোলনে নামব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, করোনায় ঝরে পড়া শিক্ষার্থীদের যখন শিক্ষায় ফিরিয়ে আনার কথা ছিল, সেই সময়ে শিক্ষা উপকরণের দাম বাড়ানো হচ্ছে৷ শিক্ষার্থীদের প্রণোদনা প্রদানের পরিবর্তে তাদের খাতা-কলম কেনার সামর্থ কেড়ে নেওয়া হচ্ছে।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাজী রাকিব হোসাইন বলেন, গত দুই সপ্তাহে কাগজের দাম প্রায় দেড় গুণ বেড়েছে৷ এতে ফলে বইয়ের দামও বাড়ছে। অনেক প্রকাশনী আগামী বইমেলায়ায় নতুন কোনো বই প্রকাশ না করার কথা ভাবছে। আমরা অতিসত্ত্বর কাগজের মূল্যহ্রাসের দাবি জানাই।


সর্বশেষ সংবাদ