ইউজিসির বাকি দুই সদস্যের পদত্যাগ

প্রফেসর ড. মোঃ জাকির হোসেন
প্রফেসর ড. মোঃ জাকির হোসেন  © টিডিসি রিপোর্ট

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। গতকাল (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে এ দুই সদস্য পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেন বলে জানা যায়। ড. মো. জাকির হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি গত ১৩ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান। 

আর ২০২৩ সালের ৫ জুন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পান। এছাড়াও গতকাল (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।


সর্বশেষ সংবাদ