জিপিএস দেখে চলার সময় সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ AM
সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণকাজ শুরু হয়। জিপিএস দেখে সেই নির্মাণাধীন সেতুতেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে। এতে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ঘটেছে এ ঘটনা। রাজ্যটির রামগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন তারা। তাদের সবার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে করে বেরেলি থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু। পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়।
আরও পড়ুন: ভারতে বাংলায় কথা বলায় নারীকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা, অতঃপর..
সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এতে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি।
শিবম আরও জানান, সেতুতে সতর্ক করে কোনো বোর্ডও লাগানো ছিল না। সে কারণে এই দুর্ঘটনা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদায়ুন ও বেরেলির পুলিশ। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।