বিদেশী পর্যটক কমেছে, ভরসা অনাবাসী বাংলাদেশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০১:৪২ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২২, ০৪:৩২ PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বলছে, দেশে বিদেশি পর্যটকদের আসার হার কমছে তবে অনাবাসী বাংলাদেশি পর্যটকদের আসার হার বাড়ছে। আগে যে হারে বিদেশি পর্যটক আসতেন, এখন তা ধীরে ধীরে কমছে। ২০১৮-১৯ অর্থবছরে পর্যটক বাড়ে মাত্র ২ শতাংশ। যা পূর্বে বছর গুলোর তুলনায় ১১ গুণ কম।
গত বছর ২০২১ সালের ডিসেম্বর মাসে বিবিএস-এর ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট’ শীর্ষক প্রকাশিত ফল জরিপের এসব তথ্য উঠে আসে।
সংস্থাটির কর্মকর্তারা জানান, দেশে পর্যটকের সংখ্যা ও ভ্রমণ ব্যয়ের পরিমাণ জানা ও জিডিপিতে
পর্যটন খাতের অবদান সম্পর্কে বিস্তারিত জানতে এ জরিপ করা হয়।
আরও পড়ুন:মদ্যপানে রুয়েট শিক্ষার্থী মুহিতের মৃত্যু
জরিপটিতে দেখা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দেশে ১ লাখ ৬৬ হাজার বিদেশি পর্যটক আসেন। পরের অর্থবছরে এ সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার হয়। ২০১৭–১৮ অর্থবছর বিদেশি পর্যটক আরও বেড়ে ২ লাখ ৮৫ হাজারে ওঠে। আর ২০১৮-১৯ অর্থবছরে বিদেশি পর্যটক বেড়ে ২ লাখ ৯১ হাজার যা কেবল মাত্র ২ শতাংশ। অথচ এর আগের বছরগুলোতে পর্যটক বৃদ্ধি পায় ২৫ শতাংশের ওপরে।
বিবিএসের জরিপ আরো বলা হয়েছে, বিদেশি পর্যটক আসার প্রবণতা কমলেও অনাবাসী বাংলাদেশিদের আসার হার বাড়ছে। ২০১৫-১৬ অর্থবছরে ৯ লাখ ১৮ হাজার অনাবাসী বাংলাদেশি নিজ দেশে এসেছিলেন। দুই বছর পর ২০১৮-১৯ অর্থবছরে সে সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫১ হাজারে ওঠে।
আরও পড়ুন:কেন্দ্রের অনিচ্ছায় আটকে আছে হল সম্মেলন
সব মিলিয়ে ২০১৮-১৯ অর্থবছরে দেশে মোট ১৬ লাখ ৪০ হাজার পর্যটক আসে। ১৩ লাখ ৫০ হাজার অনাবাসী বাংলাদেশি। বাকি ২ লাখ ৯১ হাজার হলো বিদেশি পর্যটক। তবে এই বিদেশি পর্যটকদের ৭২ শতাংশ উড়োজাহাজে করে এসেছেন। অন্যদিকে অনাবাসী বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশ এসেছেন উড়োজাহাজে। বাকি ৫ শতাংশ স্থলবন্দর দিয়ে।
প্রসঙ্গত, মহামারী আসার ঠিক আগে পাঁচ হাজার খানার ওপর জরিপটি করেছে বিবিএস। এর মধ্যে শহরাঞ্চলের ২ হাজার ৩৯০টি খানা এবং গ্রামাঞ্চলের ২ হাজার ৬১০টি খানা রয়েছে।