রাবি ভর্তিযুদ্ধ: ইংরেজিতে ভালো করার ৪ কৌশল
- রায়হান ইসলাম, রাবি
- প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৫:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২২, ০৭:০৬ PM
দেখতে দেখতে প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের দিনক্ষণ। সময় গড়ার সাথে সাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। শেষ মুহূর্তে স্বপ্নের ক্যাম্পাসে জায়গা করতে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে চলেছেন দেশের হাজারো শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষায় টিকে থাকার অন্যতম চ্যালেঞ্জ ইংরেজি। কেবলমাত্র ইংরেজি অংশে খারাপ করার কারণে প্রতিবছর স্বপ্নভঙ্গ হয় হাজার হাজার ভর্তিচ্ছুর। তাই শেষ মুহূর্তে জেনে নিন ইংরেজিতে ভালো করার ৪ কৌশল...
উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ে দখল থাকা
শেষ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে ভালো করতে হলে ঝটপট পাঠ্যবইয়ে নিজের দখল বাড়াতে হবে। কবিতার খুটিনাটি, গুরুত্বপূর্ণ গল্পের লেখক, বিশেষ লাইন ও শব্দার্থ, সমার্থক, বিপরীত শব্দ পড়ে ফেলতে হবে।।
ব্যাকরণের বেসিক টপিকে দখল থাকা
ব্যাকরণ অংশে বেসিক টপিকগুলো (Parts of speech, Number, Gender, Voice, Narration, Changing Sentence, Article etc...) বারবার চর্চা করা। সব টপিকের ব্যতিক্রম নিয়মগুলো ভালোভাবে জেনে রাখা।
আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য
ভোকাবুলারি অংশে বিশেষ নজর দেয়া
প্রতিবার ভর্তি পরীক্ষায় দুই শ্রেণীর শিক্ষার্থী দেখা যায়। তাদের মধ্যে কেউ মুখস্থ বিদ্যায় ব্যাপক পারদর্শী, কারো কোনকিছু একেবারেই মুখস্থ থাকে না। তাই যারা গ্রামার অপেক্ষাকৃত কম পারো, তারা ভোকাবুলারি ১০০% যাতে উত্তর করতে পারো সেভাবে নিজেকে প্রস্তুত করা। অন্যদিকে এই শেষ মুহূর্তে মুখস্থ বিদ্যায় কম পারদর্শীরা পাতার পর পাতা ভোকাবুলারি অংশ না পড়ে, বাছাইকৃতগুলো বারবার চর্চার পাশাপাশি ১০০% গ্রামার প্রশ্নের উত্তর করার মতো প্রস্তুতি থাকতে হবে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হওয়ার পাশাপাশি বাকি টপিকে প্রস্তুতি শক্তিশালী হবে।
অনলাইনের সদব্যবহার করা
ইচ্ছে না থাকলেও ফোন হাতে পেলেই অনলাইনে দিনের উল্লেখ্যযোগ্য একটি সময় নষ্ট হয়। ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক স্ক্রলিং, চ্যাটিং কিংবা ইউটিউবিং চলতেই থাকে। তবে ভর্তিযুদ্ধের মহাসংগ্রামের কথা মাথায় রেখে একটু সচেতন হলেই এই নষ্ট সময়টাকে কাজে লাগানো সম্ভব। কারণ যেটুকু সময় ফেসবুকিং কিংবা চ্যাটিং করা হয়, সেখানে বন্ধুবান্ধবের সাথে ইংরেজিতে চ্যাটিং করা। একটু আগেই পড়া নতুন নতুন শব্দ ব্যবহার করে মজার ছোট স্টোরি করে বন্ধুদের পাঠানো, ইংরেজি ক্যাপশন দিয়ে স্টাটাস কিংবা ইংরেজি কমেন্টের অভ্যাস করা। এছাড়া ইউটিউবে ইংরেজি টপিকের উপর বিভিন্ন সহজ ভিডিও রয়েছে, সেগুলোতে চোখবুলিয়ে আসা। এতে নিজের ইংরেজি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট টপিকের প্রস্তুতি শক্তিশালী হবে।
সর্বপরি বলা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে নির্দিষ্ট জ্ঞানের পাশাপাশি উপস্থিত বুদ্ধিমত্তা, সৃজনশীল চিন্তাশক্তি ও লক্ষ্য জয়ের তীব্র আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের বেশি এগিয়ে রাখে। তাই চিন্তাশক্তির সর্বোচ্চ ব্যবহারই ভর্তিযুদ্ধে সফলতার মূল চাবিকাঠি।