ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোন ভুলগুলো ভর্তিচ্ছুদের পিছিয়ে দেয়?

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী শনিবার (২৫ জুন) শেষ হচ্ছে। এদিন দিবাগত রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এর আগে, গত ১৫ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

নৈর্ব্যক্তিক প্রশ্ন এমন একটি জিনিস তা আপনি যতই পড়বেন, আপনি তা ততই ভুলে যাবেন। এইগুলো পড়ার কিছু নিয়ম আছে, যা আমি ব্যক্তিগতভাবে অনুসরণ করি। পরীক্ষার হলে আপনি যখন বসবেন, তখন চারটি উত্তর-এর ভিড়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। এই দ্বিধাদ্বন্দ্বের ভেতর যারা কনফিউজড না হয়ে মাথা ঠাণ্ডা রাখতে পারবেন, তারাই সফল হবেন। সাধারণত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেসব ভুলগুলো করে থাকে, এর মধ্যে রয়েছে…

১। পড়া শেষ না করে ফেলে রাখা এবং “আজ নয়, কাল” মনোভাব পোষণ করা।

২। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বা অকারণে ব্যবহার করা।

৩। ঠিকমতো সময় কাজে না লাগানো।

৪। একই ইউনিটের প্রস্তুতির জন্য একাধিক কোচিংয়ে ভর্তি হওয়া।

৫। পূর্বপরিকল্পনা না করে একাধিক ইউনিটের প্রস্তুতি শুরু করা।

৬। প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ শেষ না করা।

৭। তাড়াতাড়ি পড়া মুখস্থ করা।

৮। বাসায় মডেল প্রশ্ন থেকে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা না দেওয়া

৯। শরীরের প্রতি অযত্ন

১০। এছাড়াও শিক্ষার্থীরা সাধারণভাবে যেসব ভুল করে থাকে, সেগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে।

১১। খাতায় কঠিন শব্দগুলো টুকে না রাখা বা সারাদিন কী কী পড়বো তা লিখে না রাখা।

 

লেখক: ফারিয়া পারভীন, 

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, রাবি 


সর্বশেষ সংবাদ