রাবি ভর্তি যুদ্ধে ‘এ’ ইউনিটের প্রস্তুতি
- রায়হান ইসলাম
- প্রকাশ: ২৮ মে ২০২২, ১২:১৯ PM , আপডেট: ২৮ মে ২০২২, ১২:১৯ PM
স্বপ্নপূরণের আরেক নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বহুল কাঙ্ক্ষিত এ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে দেশের হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থী। মতিহারের চির সবুজ এ চত্বরে প্যারিস রোড ও সাবাস বাংলাদেশ সহসাই কাঁড়ে লাখ ভর্তিচ্ছুর মন।
এ বছর বহুনির্বাচনি প্রশ্নের আলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় থাকছে নেগেটিভ নম্বর। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান মিলে মোট ৮০টি প্রশ্নের নির্ধারিত মান ১০০। প্রতি ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
তবে গত বছরের তুলনায় এ বছর চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় বসার সুযোগ পেলেও এ বছর তা বাড়িয়ে ৭২ হাজার করা হয়েছে। এছাড়া শুধু এবারের জন্যই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। তাই এমন সুযোগকে কাজে লাগিয়ে দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠে ভর্তির মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ করতে এখনই নিয়ে ফেলুন কার্যকরী ভর্তি প্রস্তুতি।
‘এ’ ইউনিট মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তবে বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগের শিক্ষার্থীরাও এখানে ভর্তির সুযোগ পায়৷ ‘এ’ ইউনিটে মোট আসন ২০১৯টি। ‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ফলে পাঠ্যবইসহ কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়লেই আপনিও হতে পারেন বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত সদস্য।
'এ' ইউনিটের প্রস্তুতি নিতে করণীয়সমূহ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যারা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। সেগুলো গুরুত্ব সহকারে পড়ার পাশাপাশি নিম্নের কিছু নির্দেশনা অনুসরণ করলে প্রস্তুতি আরও বেশি শক্তিশালী হবে বলে আশা করা যায়।
১। বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ গল্প ও কবিতা পড়তে হবে। এ ক্ষেত্রে কবি বা লেখকের পরিচিত, গুরুত্বপূর্ণ লাইন ও বিভিন্ন চরিত্র মনে রাখা বাঞ্ছনীয়।
২। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসন, সমাজ বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ধর্ম (বিভিন্ন ধর্মের বেসিক ধারণা), ইতিহাস এসব বিষয়ে ধারণা থাকতে হবে। এছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর যা কিছু স্থায়ী সেগুলো পড়ে ফেলতে হবে।
৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিষয়ে খুব কম প্রশ্ন হয়ে থাকে। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মনে রাখলেই হবে।
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় ২০% প্রশ্ন হয়ে থাকে। তাই বিগত ১০ বছরের প্রশ্নব্যাংক পড়ে রাখা ভালো। এছাড়া গত ৫ বছরের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো পড়লেও অনেকটা সহায়ক প্রস্তুতি হয়ে যায়।
৫। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রতিবার কিছু বই সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে প্যানেসিয়া সিরিজের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, জয়কলি, পানকৌড়ি ও রাবি চ্যালেঞ্জের বইগুলো অন্যতম।
তাই বিচলিত না হয়ে কঠোর অধ্যবসায় এবং সহজ পদ্ধতি অনুসরণ করে নিজের প্রস্তুতিকে আরও বেশি গ্রহণযোগ্য করার পাশাপাশি স্বপ্ন পূরণের নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। জানোই তো- লক্ষ্য অর্জনে ছুটতে গিয়ে কে কতবার পড়ে গেল সেটা বড় কথা নয়, বরং পড়ে গিয়ে কে কতবার উঠতে পারল এবং পুনরায় ছুটে চলে লক্ষ্যে পৌঁছাতে পারল সেখানেই মূলত সফলতা। সুতরাং লক্ষ্য অর্জনে নয় কোন পিছুটান। সকলের জন্য শুভকামনা।
লেখক: শিক্ষার্থী ও সংবাদকর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়