আইফোনে পুরোনো সংস্করণের আইওএস ব্যবহারে যে বিপদ হতে পারে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ PM
আইফোনে নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে নিয়মিত আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করে থাকে অ্যাপল। কিন্তু অনেক ব্যবহারকারীই হালনাগাদ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করেন না। কারও আবার আইফোনের মডেল পুরোনো হয়ে যাওয়ায় হালনাগাদ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না।
তবে কারণ যা-ই হোক না কেন, সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আইফোন ব্যবহারকারীদের জরুরিভাবে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জ্যামফ থ্রেট ল্যাবস।
জ্যামফ থ্রেট ল্যাবসের তথ্যমতে, সম্প্রতি আইওএসের ট্রান্সপারেন্সি ও কনসেন্ট অ্যান্ড কন্ট্রোল (টিসিসি) সাব সিস্টেমে ভয়ংকর একটি ত্রুটি শনাক্ত করা হয়েছে। সাধারণত কোনো অ্যাপ যখন ব্যবহারকারীর ছবি, জিপিএস অবস্থান বা কন্টাক্ট তালিকার মতো সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে চায়, তখন অনুমতির জন্য ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠায় টিসিসি। কিন্তু এই ত্রুটির কারণে সেই নোটিফিকেশন পান না ব্যবহারকারীরা।
ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই অনেক অ্যাপ সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারে। এতে ছবি, জিপিএস অবস্থান, স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ মাইক্রোফোন ও ক্যামেরার ধারণ করা শব্দ ও দৃশ্য হ্যাকারদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জ্যামফ থ্রেট ল্যাবসের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে ভয়ংকর এই ত্রুটির সমাধান করেছে অ্যাপল। কিন্তু আগের সব সংস্করণেই ত্রুটিটি থেকে যাওয়ায় ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে আইফোন ব্যবহারকারীদের দ্রুত আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছেন জ্যামফ থ্রেট ল্যাবসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: ডেইলি মেইল