প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’

  © সংগৃহীত

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়া নিয়ে এনসিটিবি কার্যালয় ঘেরাও নিয়ে সংঘাতের পর এবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’। আজ বুধবার রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলার প্রতিবাদ এবং ঘটনার জড়িতদের গ্রেপ্তারের সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ এবং শুক্রবার হামলার ঘটনার বিচার ও আদিবাসী লেখা চিত্রকর্ম পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত ১২ জানুয়ারি ওই চিত্রকর্ম বাতিলের দাবিতে এনসিটিবি ঘেরাও করার পর রাতে বইয়ের অনলাইন সংস্করণ থেকে তা সরিয়ে ফেলা হয়।

এর প্রতিবাদে আজ বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়। পরে সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় ৭ জন গুরুতরসহ মোট ১৭ জন আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া দাবি করেছেন, হামলায় তাদের ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের আঘাত গুরুতর।

এদিকে আহত আদিবাসী শিক্ষার্থীদের দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।


সর্বশেষ সংবাদ