ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসীর ভয়াবহ হামলা: ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:১৬ PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা করেছে বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় এই ঘৃণ্য হামলার ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। এতে বলা হয়, এই সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মত প্রকাশ ও সভা সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এ ধরনের হামলা খুবই উদ্বেগজনক।
এতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সভা-সমাবেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণ- অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের উপর আঘাতের শামিল। এ ধরনের হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্যবইয়ে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে কর্মসূচি পালনকারীরা বলেন, তাদের ওপর স্টুডেন্ট ফর সভরেন্টি হামলা চালিয়েছে। যদিও স্টুডেন্ট ফর সভরেন্টি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ওপর হামলা হয়েছে।