‘ছাগল–কাণ্ড আমার জীবনে অভিশাপ’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৭ PM
‘ছাগল–কাণ্ড আমার জীবনের জন্য অভিশাপ’—বলেছেন বিষয়টি নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ কথা বলেন তিনি।
বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শেষ কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় ছাগল কেনা নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসেন মতিউর। তখন তার ও তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। তাদের বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।