বুয়েট ভর্তি পরীক্ষায় সেরাদের তালিকায় থাকতে যেভাবে পড়েছি

সুদীপ্ত পোদ্দার
সুদীপ্ত পোদ্দার  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৩য় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্ত পোদ্দার। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেরাদের তালিকায় ছিলেন। কীভাবে প্রস্তুতি নিয়ে তিনি এতোগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন বা অন্যরা কীভাবে প্রস্তুতি নিলে তার মতো রেজাল্ট করতে পারবেন, সে বিষয়ে জানিয়েছেন কিছু সিক্রেট টিপস।

কীভাবে ভর্তি প্রস্তুতি শুরু করতে হবে
সুদীপ্ত পোদ্দার: ইন্টারের শুরু থেকেই আমার পদার্থবিজ্ঞান আর গণিতের প্রতি প্রবল আকর্ষণ ছিল ৷ তাই আমি তখন থেকে প্রকৌশলী হওয়ার দিকে আমার লক্ষ্য ঠিক করি। আর বুয়েটে ভর্তির সুযোগ পাওয়াটাকে একপ্রকার নিজের স্বপ্ন বানিয়ে ফেলি। আমি বরাবরই মূল বইয়ের উপর অনেক বেশি জোর দিতাম। কারণ বোর্ড পরীক্ষা হোক বা ভর্তি পরীক্ষা, মূল বইয়ের কোনো বিকল্প নেই।

মূল বইয়ের প্রতিটা কনসেপ্ট পরিষ্কার রাখার জন্য ইন্টারনেট, শিক্ষক ও আমার বন্ধুদের সাহায্য নিতাম। যেহেতু ইন্টারের শুরু থেকেই বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নের মান, পরীক্ষা পদ্ধতি আর প্রস্তুতির ধরন নিয়ে আমার ভালো ধারণা ছিল, তাই বুয়েটের জন্য প্রস্তুতির বিষয়টাকে আমি পুরোপুরি উচ্চমাধ্যমিক পরীক্ষা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখিনি ৷

নতুনরা কীভাবে প্রস্তুতি নেবে? 
সুদীপ্ত পোদ্দার: বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার জন্য অবশ্যই মূল বই ও প্রশ্ন ব্যাংকের সবকিছু বুঝে পড়তে হবে। বইয়ের উদাহরণ ও অনুশীলনীগুলোও ভালোমতো সমাধান করতে হবে ৷ এর পাশাপাশি প্রচুর অনুশীলন করতে হবে, যেন ভর্তি পরীক্ষায় সহজ বা পারার মতো প্রশ্নগুলো ভুল না হয়।

বিষয়ভিত্তিক প্রস্তুতি কিভাবে নিতে হবে?
সুদীপ্ত পোদ্দার: পদার্থবিজ্ঞান- এই বিষয়ে ভালো মার্ক পেতে প্রতিটি কনসেপ্ট পরিষ্কার থাকা এবং নতুন সমস্যা সমাধান করার সামর্থ্য থাকা জরুরী। এজন্য কোনো কিছু মূল বই পড়ে না বুঝতে পারলে ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে ৷

গণিত- এটাতে ভালো করার জন্য বিভিন্ন লেখকের মূল বইয়ের অংকগুলো বারবার সমাধান করতে হবে। বিভিন্ন সূত্রের বা কনসেপ্টের (যেমন জটিল সংখ্যা) বহুবিধ প্রয়োগগুলো শিখে রাখতে হবে।

রসায়ন- এটাতে ভালো করতে মূল বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুয়েটে বরাবরই রসায়ন থেকে মুখস্তের কিছু প্রশ্ন এসে থাকে। যার জন্য মূল বই ভালোভাবে রপ্ত করতে হবে ৷

ভর্তি প্রস্তুতিতে কোচিংয়ের প্রয়োজনীয়তা কেমন?
সুদীপ্ত পোদ্দার: বুয়েটে ভর্তির সুযোগ পেতে প্রচুর অনুশীলন প্রয়োজন। তাই মূল পরীক্ষার আগে অবশ্যই অনেকগুলো নমুনা পরীক্ষা দিলে ভালো হয়। যার জন্য ভর্তিচ্ছুরা কোচিংয়ের সাহায্য নিতে পারেন।

এছাড়া ভর্তি পরীক্ষায় ভালো করতে আমরা অনেকেই কোচিংয়ের ক্লাস এবং বইয়ের সাহায্য নিয়ে থাকি ৷ তবে যারা কোচিং করতে পরিবার থেকে দূরে অন্য শহরে গিয়ে থাকেন, তাদের অবশ্যই ওইসময়ে নিজেদের সুস্থতা এবং নিরাপত্তার বিষয়টাকে মাথায় রাখতে হবে।

 

সর্বশেষ সংবাদ