হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, ঝাপসা করে পাঠানো যাবে ছবি

হোয়াটসঅ্যাপের ঝাপসা করে  ছবি পাঠাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের ঝাপসা করে ছবি পাঠাবেন যেভাবে  © সংগৃহীত

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাইট। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে সাইটটি। এবার ছবি ঝাপসা করার টুলস নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর আগে চাইলেই ছবিতে থাকা নির্দিষ্ট ব্যক্তির চেহারা ঝাপসা করা যায়।

হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ডব্লিউবিটার একটি রিপোর্টে বলা হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবার একটি ব্লার টুল নিয়ে আসছে সাইটটি। এখন শুধু ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হবে। ফলে ডেস্কটপ থেকে বিটা ব্যবহারকারীরা এবার ইমেজ এডিটরে একটি অতিরিক্ত অপশন দেখতে পাবেন। কোনো স্পর্শকাতর ছবি আপলোড করার আগে ব্লার বা ঝাপসা করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করে পাঠানোর জন্য প্রথমে চ্যাট অপশনে প্রবেশ করে ছবি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের ওপরে থাকা পেনসিল আইকনে ক্লিক করে নিচে থাকা ব্লার অপশন ট্যাপ করতে হবে। এবার ছবির নির্দিষ্ট স্থানে ঘষলেই ওই অংশ ঝাপসা হয়ে যাবে।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ

এর আগে মেটা হোয়াসটঅ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রেখেই স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ করে।


সর্বশেষ সংবাদ