ক্লাস ও প্রাকটিক্যাল তদারকিতে কারিগরি বোর্ডের নতুন উদ্যোগ

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো  © সংগৃহীত

কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, তদারকি ও যুগোপযোগী করতে ‘ডিজিটাল সেন্ট্রাল মনিটরিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানগুলোর ক্লাস, পরীক্ষা ও প্রাকটিক্যাল তদারকি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে। এর ফলে ক্লাস ও প্রাকটিক্যালে শিক্ষক-শিক্ষার্থীদের পরবর্তী পরামর্শ কিংবা নির্দেশনা প্রদানে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সরাসরি তদারকি করার লক্ষ্যে ‘ডিজিটাল সেন্ট্রাল মনিটরিং সিস্টেম’ চালু করতে শুরুতে পাইলট প্রজেক্ট হিসেবে দেশের প্রায় ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এর কার্যক্রম শুরু করা হবে। পাইলট প্রজেক্টটির কার্যক্রম সফল হলে পরবর্তীতে পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হবে। এভাবে কারিগরি শিক্ষা বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটি চালু করবে বোর্ড কর্তৃপক্ষ। 

কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, কারিগরি শিক্ষার মান বাড়াতে আমরা ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে ‘ডিজিটাল সেন্ট্রাল মনিটরিং সিস্টেম’ চালুর উদ্যোগ অন্যতম। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে পরিদর্শন করা প্রায় অসম্ভব। এটি বাস্তবায়ন হলে আমরা সরাসরি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারব। যার ফলে, ক্লাস-প্রাকটিক্যাল সরাসরি পরিদর্শন সম্ভব হবে। এতে করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দক্ষ এবং যুগোপযোগী করার প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে কর্তৃপক্ষ। 

তিনি আরও বলেন, শুরুতে আমরা সরকারি পলিটেকনিকগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করব।  পর্যায়ক্রমে কারগরির অধীন প্রায় ১১ হাজার প্রতিষ্ঠানেই এটি করা হবে। 

আনোয়ারুল কবীর বলেন, এরই মধ্যে আমরা এ প্রজেক্ট চালুর প্রক্রিয়া শুরু করেছি। প্রজেক্টির অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সঠিকভাবে পর্যবেক্ষণের নিমিত্তে আঞ্চলিক পরিচালকের কার্যালয়গুলোকে দায়িত্ব দেয়া হবে। এরই মধ্যে আমরা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজিকে চিঠি দিয়েছি। সেটার অনুমোদন হলে সামনে প্রজেক্টটি নিয়ে কাজ আরও আগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


সর্বশেষ সংবাদ