রাজশাহীতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

  © টিডিসি ফটো

রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ও কার্টুনিস্ট কিশোরসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক সবার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার সকাল ১১টায় বিক্ষোভ করেছে ছাত্র ফেডারেশন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নবীন আহমেদ, রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর শাখার সদস্য মহিবুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ