ছাত্রসংগঠন থেকে পদত্যাগের পর এবার নতুন রাজনৈতিক দলে রিফাত রশিদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পোস্টে রিফাত রশিদ লেখেন, ‘শুকরিয়া সেই মহান স্রষ্টার প্রতি, যার হাতে আমার প্রাণ, আমার ভাগ্য।’
এদিকে, আত্মপ্রকাশের একদিনের মাথায় ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন তিনি। ওই সংগঠনে তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। তার জায়গায় নতুন করে দায়িত্ব পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিফাত রশিদের পদত্যাগের পর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।