রাবির দুই শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

রাবি ও ছাত্রদলের লোগো
রাবি ও ছাত্রদলের লোগো   © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী, হাসিম রানা ও মেহেদী হাসান ফুয়াদ, পদ্মা চর এলাকায় গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর মারাত্মকভাবে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন। 

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় তারা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বর হামলা দেশের সার্বিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এমন ঘটনা মেনে নেওয়া হবে না।’

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, ‘অতি দ্রুত এই দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, নতুবা ছাত্রসমাজ রাজপথেই এর জবাব দেবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ