চতুর্থ দিনের মতো ঢাকা ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

ঢাকা ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
ঢাকা ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ  © টিডিসি ছবি

টানা চতুর্থ দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে ছাত্রলীগ সংশ্লিষ্টদের কমিটিতে স্থান ও সিন্ডিকেটের মাধ্যমে কমিটি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করেছেন তারা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুম্মার নামাযের পরে নায়েমের গলি থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাজবিউল, সহ-সভাপতি আবির রায়হান ও মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি সাইন্সল্যাব প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে পক্ষপাত ও বৈষম্যমূলক কমিটি দেওয়ার প্রতিবাদ জানিয়ে গত তিন দিনে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, আগুন জ্বালানো, কুশপুত্তলিকা দাহসহ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও  বেশ কয়েকটি জায়গায় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।


সর্বশেষ সংবাদ