টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত বেড়ে ৬

সিসিটিভি ফুটেজ
সিসিটিভি ফুটেজ  © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কার ঘটনায় রেশমা আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় একজনের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। 

এদিকে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত একই পরিবারের চার জনের মধ্যে তিন জনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহত আমেনা আক্তার, তার দুই মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহারকে আমেনা আক্তারের বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনার নাতি শিশু আয়েজকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়।

বেপরোয়া যাত্রীবাহী ওই বাসের (ব্যাপারী পরিবহণ) ধাক্কায় ঘটনাস্থলে সুমন মিয়ার (৪২) ছেলে শিশু আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মারা গেছেন স্ত্রী রেশমা বেগম।

রেশমার বাবা মালেক ফকির বলেন, ‘রেশমা মগবাজারের বাসা থেকে স্বামী ও ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ের বিয়েতে অংশ নিতে মোটরসাইকেলে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।’ এখন মেয়ে ও নাতির মরদেহ নিয়ে মাদারীপুরে যাচ্ছেন জানান তিনি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বেলাল হোসেন বলেন, ওই সড়ক দুর্ঘটনায় ১০ জনকে তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজন আগেই মারা যান। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে গুরুতর আহত রেশমাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছিল। পরে তারা জানতে পারেন সেখানে রেশমার মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ