‘অনৈতিক অবস্থান নিচ্ছে কেন্দ্রীয় কিছু সমন্বয়ক’
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১০:১২ PM
‘অনৈতিক অবস্থান নিচ্ছে কেন্দ্রীয় কিছু সমন্বয়ক’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা কেন্দ্রীয় সমন্বয়ক অভি চৌধুরি। শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলো না এমন অনেককেই স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার কমিটিতে দেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতার আন্দোলন। কিন্তু বর্তমানে বিভিন্ন কার্যক্রমে দেখা যাচ্ছে যারা আন্দোলনে নেতৃত্বে থেকে অগ্রণী ভূমিকা রেখেছে তাদেরকে পাশ কেটে আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকাদের স্বজন প্রীতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কার কমিটিতে দেওয়া হচ্ছে, এতে করে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, আন্দোলনের ফলাফল চুরি করে অন্যকে দেওয়া হচ্ছে। যা অনৈতিক ও রাষ্ট্রের প্রকৃষ্ট সংস্কারে ব্যাঘাত।’
তিনি আরও লিখেন, ‘বৈষম্য দূর করতে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামের ফলাফল বণ্টনে বৈষম্য হচ্ছে, বলা চলে অনৈতিক অবস্থান নিচ্ছে কেন্দ্রীয় কিছু সমন্বয়করা। যা ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে!’
আরও পড়ুন: রাজধানীতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
এ বিষয়ে জানার জন্য কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক অভি চৌধুরির সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি যা বলেছি তা জেনে-বুঝেই বলেছি। জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়ে বলেছি। কেন্দ্রীয় সমন্বয়কদের এমন কর্মপন্থা কখনোই কাম্য নয়।’
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জোরদার করার জন্য জুলাই থেকেই কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে তাকে কিশোরগঞ্জের রাজপথে দেখা গেছে।