চট্টগ্রামে মেয়র ও সংসদ সদস্যের বাসভবনে হামলা

মো. রেজাউল করিম ও মো. মহিউদ্দিন বাচ্চু
মো. রেজাউল করিম ও মো. মহিউদ্দিন বাচ্চু  © টিডিসি ফটো

এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়েও হামলা হয়েছে। এ সময় তার কার্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) তারেক আজিজ বলেন, ছাত্র আন্দোলনের মিছিল থেকে প্রথমে এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। মেয়রের ব্যক্তিগত সহকারী মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেয়র নিরাপদে আছেন।’

এর আগে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বলেন, ‘কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এক এসময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা চালায়।’ তিনি বলেন, ‘এটা আমাদের ছাত্রদের কাজ না। আমাদের ছাত্রদের আমরা এসব শিখাইনি। এটি পরিকল্পিত হামলা।’

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’


সর্বশেষ সংবাদ