লাল-কালো রঙে সয়লাব ফেসবুক

ব্যবহারকারীদের পোস্ট করা লাল ও কালো প্রোফাইল
ব্যবহারকারীদের পোস্ট করা লাল ও কালো প্রোফাইল  © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাল-কালো রঙের প্রোফাইলে ছেয়ে গেছে। হত্যা ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ লাল রঙের ছবি দিচ্ছেন কোটা আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে আজ মঙ্গলবার সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা কালো রঙের প্রোফাইল শেয়ার দিচ্ছেন। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা যায়।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। আরও বলা হয়, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা। ধারণ করা হবে কালো ব্যাজ।

এছাড়া চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আজ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো. মাহিন সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ