আন্দোলনকারীদের দখলে সায়েন্সল্যাব, পিছু হটেছে ছাত্রলীগ

এলাকাটি আবার আন্দোলনকারীদের দখলে
এলাকাটি আবার আন্দোলনকারীদের দখলে  © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকাটি আবার আন্দোলনকারীরা দখলে নিয়েছেন বলে জানা গেছে। 

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় বিক্ষোভকারীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।

এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম।


সর্বশেষ সংবাদ