হরতাল সমর্থনে মিরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে ১২ তম দফায় বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল এগারোটার দিকে বিক্ষোভ মিছিলটি মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরি ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মোঃ সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল মোঃ সাগর, শাকিলসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি এবং অবৈধ তফশিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এরআগে, সোমবার ভোর ৬টা থেকে হরতাল ডেকেছিল বিএনপি। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহ-এর মৃত্যুর কারণে দেশে একদিনের (সোমবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দেওয়া হয়।