বিএনপির ডাকে বনশ্রীতে সড়ক অবরোধ করেছে ছাত্রদল

সড়ক অবরোধ করে শাখা ছাতদলের বিক্ষোভ
সড়ক অবরোধ করে শাখা ছাতদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় টায়ারে আগুন দিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
 
রোববার (০৪ নভেম্বর) সাড়ে ৭টায় বনশ্রী এলাকায় মিছিল বের করে সড়ক অবরোধ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

বনশ্রীতে অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাছির উদ্দিন নাছির। এসময় আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মাহবুব শেখ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ১ম যুগ্ম আহবায়ক সোহাগ ভুঁইয়া। ঢাকা মহানগর মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হক সহ খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

ছাত্রদলের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে মিছিল ও বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে বসে পড়ে সড়ক অবরোধ করে রাখেন।


সর্বশেষ সংবাদ