রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ, সড়ক অবরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১০:২৫ AM
অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিনে রাজধানীর নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর সড়কে আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় বলে এক বার্তায় জানানো হয়েছে।
এ সময় ৭০-৮০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে ছাত্রদল দাবি করেছে। এরমধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মন্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ, খাইরুল আলম সুজন, এ আর লিটন ও খোরশেদ আলম লোকমান।
আরো পড়ুন: ঢাবির ফটকে ফটকে ছাত্রদলের তালা
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ আল কাওসার, নুরুল্লাহ শেখ, মো. নান্নু, মো. আজহার, সহ-সাংগঠনিক সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, তানভির আল হাদি, গোলাম মোস্তফা, সম্পাদক ও সহসম্পাদক ওমর ফারুক মামুন, আরিফ হোাসেন, রিয়াজ হোসেন, রিয়াজুল বাপ্পি, সাজিদ হাসান, সদস্য খলিলুর রহমান সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাসিরউদ্দিন শাওন (যুগ্ম সম্পাদক), ইমাম আল নাসের মিশুক (প্রচার সম্পাদক), সাইফ খান (সিনিয়র সহ সভাপতি, বিজয় একাত্তর হল), ওহিদুজ্জামান তুহিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রমুখ উপস্থিত ছিলেন বলে তারা জানিয়েছেন।