ধাক্কাধাক্কির পর সংঘর্ষ ছাত্রলীগের দু’গ্রুপের, আহত ৭
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১০:১৯ PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ৫-৬ জনকে গুরুতর জখম করা হয়। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুর এলাকার ইসলামী চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী জাকারিয়া আলম সুবেহ ও সোহেল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ সূত্র জানিয়েছে, দু’গ্রুপই সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক। তারা টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে বিকেলে বরিশালে ফেরার পর এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে।
বরিশাল বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।