অবশেষে চার বছর পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আসরের মূল স্বাগতিক দেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই।
সাধারণত প্রতি দুই বছর পরপর এশিয়া কাপ আয়োজনের রীতি থাকলেও এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে চার বছর পর। সর্বশেষ ২০১৮ সালে আরব আমিরাতেই অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপে। করোনা মহামারী এবং স্বাগতিক শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে বেশ কয়েকবার দিনক্ষণ পরিবর্তন হয়েছে । তবে প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ এবং মূল আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাই।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে অনুসরণ করে এবারের এশিয়া কাপে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টে সেরা ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ।গ্রুপ ‘এ’তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সাথে রয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। অন্যদিকে গ্রু ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলংকা এবং আফগানিস্তান।
এশিয়া কাপের এবারের আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাই এবং শারজায়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ আয়জিত হবে। উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসরের সব শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এশিয়া কাপে ঐতিহাসিকভাবে সবচেয়ে সফল দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গত দুই আসরে বাংলাদেশের শিরোপা স্বপ্ন চুরমার করা ভারত এখন পর্যন্ত ৭ বার উঁচিয়ে ধরেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই মুকুট। এছাড়া শ্রীলঙ্কা ৫ বার এবং পাকিস্তান ২ বার জিতেছে এশিয়া কাপ। বাংলাদেশ গত চার আসরের তিনটির ফাইনাল খেললেও শিরোপা স্বপ্ন অধরাই রয়ে গেছে।