নারী আইপিএলে ডাক পেলেন সালমা খাতুন

সালমা খাতুন
সালমা খাতুন  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর নারীদের আসরে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাঁতুন। শুক্রবার (৬ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে সালমার। দল এখনো চূড়ান্ত না হলেও আগের আসরের মতো এবারও ট্রেইলব্লেজার্সের জার্সিতে দেখা যেতে পারে এই স্পিনিং অলরাউন্ডারকে।

সালমা বলেন, 'আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।’

নারী আইপিএলে পূর্বে বাংলাদেশের আরেক অলরাউন্ডার জাহানারা আলম অংশ নিয়েছেন। তবে এবার সালমা একাই সুযোগ পেয়েছেন। 

আগামী ২৩ মে নারী আইপিএলের এবারের মৌসুমের পর্দা ওঠার কথা আছে। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ মে। লিগের এবারের পর্বের ম্যাচ হবে ভারতের পুনে এমসিএ স্টেডিয়ামে।


সর্বশেষ সংবাদ