শেষ হলো টাইগারদের বিশ্বকাপ মিশন

সর্বোচ্চ রান নাইমের, দ্বিতীয়স্থানে মাহমুদুল্লাহ, বেশি উইকেট সাকিবের

নাইম, রিয়াদ ও সাকিব
নাইম, রিয়াদ ও সাকিব  © টিডিসি ফটো

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। বাছাই পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাছাই পর্বে তিন ম্যাচে ২টি জিতলেও, সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই হারে টাইগাররা।

এবারের আসরে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার মোহাম্মদ নাইম। ৭ ম্যাচের ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭৪ রান করেন তিনি। ব্যাটিং গড়- ২৪ দশমিক ৮৫। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ৮ ম্যাচের ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন তিনি। তার ব্যাটিং গড়- ২৮ দশমিক ১৬।

১টি হাফ-সেঞ্চুরিতে ১৪৪ রান করে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক মুুশফিকুর রহিম। নাইম-মাহমুদুল্লাহ ও মুশফিকের মত এবারের বিশ্বকাপে রানের দিক দিয়ে তিন অংকের ছোয়া স্পর্শ করেন আর মাত্র দুই ব্যাটার। ওপেনার লিটন দাস ১৩৩ ও সাকিব আল হাসান ১৩১ রান করেন।

অন্যদিকে, এবারের আসরে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান। ১১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের।


সর্বশেষ সংবাদ