ভারতের হয়ে মোহাম্মদ সিরাজের প্রথম ৫ উইকেট

স্মিথের উইকেট নিয়ে সিরাজের উল্লাস
স্মিথের উইকেট নিয়ে সিরাজের উল্লাস  © কলকাতা২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করল ভারতীয় বোলাররা। ২৯৪ রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। তবে গ্যাবায় ৩২৮ রানের টার্গেট ভারতের সামনে। এই পিচে রান তাড়া করে জয়ের রেকর্ড ২৩৬ রানের। এই টেস্ট ড্র করলেই বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রাখবে ভারত।

সিডনিতে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন মহম্মদ সিরাজ। ব্রিসবেনে সেই সব কটাক্ষের বল হাতে জবাব দিলেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেন সিরাজ। টেস্ট ক্রিকেটে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।মাত্র তৃতীয় টেস্টেই এই কৃতিত্ব ছুঁয়ে ফেললেন সিরাজ। সিডনিতে তৃতীয় টেস্টে তাঁকে ‘ব্রাউন ডগ’ বলে তাকে কটাক্ষ করেছিলেন এসসিজির দর্শকরা।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয় সিরাজের। অভিষেকেই বল হাতে নজর কেড়েছিলেন হায়দরাবাদের বছর ছাব্বিশের এই তরুণ। সিডনিতে দ্বিতীয় টেস্টে মাত্র দু’টি উইকেট পেয়েছিলেন। ব্রিসবেনে প্রথম ইনংসে একটি মাত্র উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান সিরাজ। ৬১ রান দিয়ে চার উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। একটি উইকেট ওয়াশিংটন সুন্দরের।

প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে তিনশোর গণ্ডি ছুঁতে দিলেন না ভারতীয় বোলাররা। বিনা উইকেটে ২১ রানে সোমবার খেলা শুরু করে দিনের শুরুটা দারুণ করেছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। কিন্তু সময় যত গড়ায় ম্যাচে আধিপত্য দেখান টিম ইন্ডিয়ার বোলাররা। স্টিভ স্মিথ ছাড়া কোনও অজি ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করতে পারেননি। ইনিংসের সর্বোচ্চ রান স্মিথের ৫৫। বৃষ্টির জন্যও বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল।

ওপেনিং জুটিতে ৮৯ রানই অস্ট্রেলিয়া সেরা পার্টনারশিপ। ভারতকে প্রথম সাফল্য এনে দেন শার্দুল। ব্যক্তিগত ৩৮ রানে হ্যারিসকে ফেরান তিনি। ভারতের সামনে বড় রানের টার্গেট দিতে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ব্যাটিং করেন ওয়ার্নার ও হ্যারিস। মাত্র ১১.২ ওভারেই পঞ্চাশ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অজি বাহিনী। ৬৯ বলে ৫০ রান করে তারা।

কিন্তু ড্রিঙ্ক ব্রেকের পরের ওভারেই ওয়ার্নারকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে জোর ধাক্কা দেন সুন্দর। ব্যক্তিগত ৪৮ রানে ওয়ার্নারকে এলবিডব্লিউ করেন ভারতীয় অফ-স্পিনার। এরপর মার্নাস ল্যাবুশানে ও স্টিভ স্মিথ তৃতীয় উইকেটে ৩২ রান যোগ করেন। কিন্তু সিরাজ দুর্দান্ত এক ডেলিভারিতে আক্রমণাত্মক ল্যাবুশানেকে ফেরান। প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী ল্যাবুশানে এদিন ২২ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন।

একই ওভারে ম্যাথু ওয়েডকে তুলে নিয়ে ভারতকে ম্যাচ ফেরোন সিরাজ। মাত্র ৩ বল খেলে শূন্য রানে উইকেটের পিছনে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়েড। তারপর স্মিথ ও ক্যামেরন গ্রিন অজি ইনিংসের হাল ধরেন। চার উইকেটে ১৪৯ রান তুলে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। এরপর স্মিথকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন সিরাজ।

গ্রিনের সঙ্গে ৭৩ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন অজি অধিনায়ক। পরে গ্রিনকে ব্যক্তিগত ৩৭ রানে আউট করেন ঠাকুর। শেষে জস হ্যাজলউডকে তুলে নিয়ে অজি ইনিংসে সমাপ্তির পাশাপাশি টেস্ট ক্রিকেটে প্রথমবার ইনিংসে পাঁচ নেওয়ার স্বাদ পূরণ করেন সিরাজ।


সর্বশেষ সংবাদ