ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিক

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হয়েছেন। এখন থেকে দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন তিনি।

মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত বিষয়গুলির নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা।

এ ব্যাপারে মুশফিক বলেন, বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সাথে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।

সকল শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই যদি শিশুর বিকাশে এবং তাদের অধিকার আদায়ে এগিয়ে আসি তাহলে শিশুদের জন্য আমাদরে দেশটি হবে একটি আদর্শ রাষ্ট্র।

উল্লেখ্য, টাইগার ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়াও সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।


সর্বশেষ সংবাদ