বাণিজ্য যুদ্ধে চীনের পাল্টা আঘাত, মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্কারোপ

যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ঘোষিত রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্কের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ পাল্টা শুল্ক ও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। আগামী ১০ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

শুক্রবার (৪ এপ্রিল) চীনের পক্ষ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে,  যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ছাড়া বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় সাতটি বিরল আর্থ এলিমেন্টের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে।  এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম। এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বিশ্বের অনেকগুলো দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পূর্বে আরোপিত শুল্কসহ ৫৪ শতাংশে দাঁড়াবে। এর ফলে চীন আমেরিকার শুল্ক তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে।


সর্বশেষ সংবাদ