শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৫ PM

ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের মার্কিন শীর্ষ ৫০০ কোম্পানির তালিকাভুক্ত শেয়ারবাজার এসঅ্যান্ডপি-৫০০ এ কোম্পানিগুলো একদিনে সম্মিলিতভাবে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যের ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি করোনা মহামারির পর সবচেয়ে বড় পতন। সেইসাথে মার্কিন মুদ্রা ডলারের মানেরও অবনতি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
ওয়াল স্ট্রিটে সবচেয়ে বেশি পতন হয়েছে নাসডাক কম্পোজিট ইনডেক্সের, দিন শেষে এই সূচক ৫ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট কমেছে, যা ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় দৈনিক পতন। অন্যদিকে, এসঅ্যান্ডপি ৫০০ এবং ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ২০২০ সালের জুনের পর তাদের সবচেয়ে বড় দৈনিক পতন দেখেছে।
অ্যাপলের শেয়ারের মূল্য কমেছে ৯ দশমিক ২ শতাংশ কমেছে। যার প্রধান কারণ চীনের ওপর আরোপিত শুল্ক। চীনে অ্যাপলের বেশির ভাগ উৎপাদন কারখানা অবস্থিত। আমাজনের শেয়ারের মূল্য কমেছে ৯ শতাংশ, মাইক্রোসফটের ২ দশমিক ৪ শতাংশ এবং এনভিডিয়ার ৭ দশমিক ৮ শতাংশ।
এসঅ্যান্ডপি ৫০০ প্রযুক্তি সূচক ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ জ্বালানি খাত সূচক সাড়ে ৭ শতাংশ হ্রাস পেয়েছে, কারণ দিনের শুরুতেই তেলের দাম ৬ শতাংশের শি কমে গিয়েছিল।
ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের ভয় বা অনাস্থার পরিমাপক হিসেবে পরিচিত সিবিওই ভোলাটিলিটি ইনডেক্স ৩০ দশমিক ০২—এ উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের ৫ আগস্টের পর সর্বোচ্চ।
এদিকে, ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন ডলারও ব্যাপকভাবে দুর্বল হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ডলার সূচক ১ দশমিক ৬ শতাংশ কমে ১০২.০৩ এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। তবে ইউরো সূচক ১ দশমিক ৫ বৃদ্ধি পেয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের দর ০ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, নিউজিল্যান্ড ডলার ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জাপানের ইয়েন তিন সপ্তাহের সর্বোচ্চে শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত প্রতি ডলারে ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্তরে গিয়ে ১ ডলারের বিপরীতে ০ দশমিক ৮৬৫৫ হয়েছে।