যে কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় নেই রাশিয়া, উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশ রয়েছে, যার মধ্যে ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনাম অন্যতম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের ওপর ২৭ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

তবে নতুন শুল্কের তালিকায় রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়া ও কিউবার নাম নেই। যদিও কানাডা ও মেক্সিকোর ওপর আগেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, এছাড়া কানাডার জ্বালানির ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) আওতায় যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, সেগুলো এখনো নতুন শুল্কের আওতামুক্ত রয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাড়ির যন্ত্রাংশসহ কিছু নতুন পণ্যে বৃহস্পতিবার থেকে শুল্ক কার্যকর হবে।

অনেকে প্রশ্ন তুলেছেন, কেন রাশিয়া, উত্তর কোরিয়া, কিউবা ও বেলারুশের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে, এসব দেশের ওপর যুক্তরাষ্ট্র আগেই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক লেনদেন খুবই সীমিত। তিনি আরও জানান, এই দেশগুলো ইতোমধ্যেই উচ্চ শুল্কের আওতায় রয়েছে এবং কঠোর নিষেধাজ্ঞার কারণে তাদের সঙ্গে অর্থপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠা সম্ভব হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।


সর্বশেষ সংবাদ