যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক

বিভিন্ন দেশের পণ্যের ওপর  শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প
বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

বিভিন্ন দেশের পণ্যের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এ পরিস্থিতিতে শুল্ক পর্যালোচনা করতে রবিবার (৬ এপ্রিল) অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে যে শুল্ক আরোপ করেছে সরকার তা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদের ছুটি থাকায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিক বৈঠক করা সম্ভব হয়নি। ঈদের ছুটি শেষে আগামী রবিবার থেকে অফিস শুরু হবে। অফিস শুরুর দিনেই এই শুল্ক নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্রটি জানিয়েছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক আরোপ করেছে তা উদ্বেগের বিষয়। এ কারণে বিষয়টি পর্যালোচনা করতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ঈদের ছুটি শেষে রবিবার অফিস খুলবে, তাই এ দিনই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে। এ নিয়ে বিভিন্ন দেশ তীর্যক মন্তব্য করেছেন। নতুন শুল্ক আরোপের ফলে আমরা কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারি তা নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হতে পারে।


সর্বশেষ সংবাদ