জয় পেতে টাইগারদের ২৪ ওভারে দরকার ২১০ রান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ মে ২০১৯, ০৯:৫৩ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৯ PM
প্রথম কোন ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ২০ ওভারে ২১০ রান করতে হবে। বৃষ্টির কারণে বন্ধে হয়ে যাওয়ার পর পুনরায় খেলা শুরু হচ্ছে। এদিকে বৃষ্টি ভেজা মাঠকে খেলার জন্য উপযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ক্যারিবীয় দুই ওপেনার শাই হোপ আর সুনীল অ্যামব্রিস। এই দুই জনের জুটি ২০ ওভার ১ বলে ১৩১ রান তুলে বৃষ্টি শুরুর আগে।
বৃষ্টি থামার পর এই দুইজনের জুটি টিকে ২২.৪ ওভার পর্যন্ত। শাই হোপকে ৭৪ রানের মাথায় ফেরান মেহেদী মিরাজ। ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫২ রান।
বৃষ্টি আইনে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২১০ রান। এই রান তাড়া করতে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে ২৪ ওভার।