বিসিবির সর্বোচ্চ বেতনভুক্ত ক্রিকেটার তাসকিন, মাসে যত টাকা পাবেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সর্বোচ্চ বেতন পাবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
সোমবার (১০ মার্চ) বিসিবি জানায়, বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় ২২ ক্রিকেটারের নাম রয়েছে। নতুন চুক্তি অনুযায়ী এ+ গ্রেডে একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে, তাসকিন আহমেদ মাসে পাবেন ১০ লাখ টাকা।
বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড গড়ে পেসার তাসকিন আহমেদের আবির্ভাব। বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে এখন তিনি জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটার।