ব্রাজিলের পরাজয়ের দিনে আর্জেন্টিনার দাপুটে জয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ PM
ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার নাম শুনলেই বিশ্বজুড়ে উত্তেজনা ছড়ায়। তবে এই দুই দেশ ক্রিকেটে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাই পর্বে নিয়মিত অংশ নেয় এই দুই দল।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) আমেরিকা অঞ্চল থেকে উপ-আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে সুরিনামের।
ক্রিকেট মাঠে দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী ব্রাজিল ও আর্জেন্টিনার দিনটা একেবারেই ভিন্নভাবে কেটেছে। দুর্দান্ত পারফর্ম করে সুরিনামের বিপক্ষে আর্জেন্টিনা সহজ জয় তুলে নেয়। অন্যদিকে, বারমুডার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় ব্রাজিল।
প্রথমে ব্যাট করতে নেমে সুরিনাম ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৩ রান। আর্জেন্টিনার বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে সুরিনামের ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধা দেয়। জবাবে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা মাত্র ১৬.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তাদের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য জয়টা ছিল একপ্রকার সময়ের অপেক্ষা।
অন্যদিকে, বারমুডার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হয়েছিল এক কঠিন চ্যালেঞ্জের। প্রথমে ব্যাট করতে নেমে বারমুডা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ব্রাজিলের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেয়। বারমুডার বোলারদের তোপের মুখে তারা ১৭.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়।