শিরোপার লড়াইয়ে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৯৮ রানেই থেমে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
১৯৮ রানেই থেমে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল  © সংগৃহীত

দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে পুরো ৫০ ওভার খেলতে পারেনি আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দুইশো রানের আগেই গুটিয়ে গেছে আজিজুল হাকিমের দল (৪৯.১ ওভারে ১৯৮ রান)। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৯৯ রান। শিরোপা জিততে হলে এখন মূল কাজ বোলারদেরকেই করতে হবে।

অবশ্য, বাংলাদেশের সংগ্রহটা আরও ছোট হতে পারত। বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে মূলত নবম উইকেটে ফরিদ হাসান ও আল ফাহাদের ৩১ রানের জুটিতে। 

বাংলাদেশের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল। প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। পুরো আসরে মুগ্ধতা ছড়ানো অধিনায়ক তামিম  ফাইনালে করতে পেরেছেন মাত্র১৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন রিজান হোসেন (৬৫ বলে ৪৭ রান)

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিংয়ে ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০ রান। ব্যাটিংয়ে আছেন আন্দ্রে সিদ্ধার্থ ও বৈভব সূর্যবংশী আয়ুশ মাত্রে। ভারতের বিপক্ষে প্রথম উইকেট শিকার করেছেন বাংলাদেশি বোলার আল ফাহাদ।

বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

ভারত একাদশ: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং (উইকেটরক্ষক), কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিৎ গুহ।


সর্বশেষ সংবাদ