তৃতীয় তামিমের উত্থান, কে এই ক্রিকেটার?

আজিজুল হাকিম তামিম
আজিজুল হাকিম তামিম  © সংগৃহীত

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিমকে পাওয়া গেল। আজিজুল হাকিম তামিম। তিন তামিমের মধ্যে মিল আছে অনেক। যেমন, তিনজনই বাঁহাতি ব্যাটসম্যান। তিনজনই ওপেনার। অদ্ভুত ব্যাপার, তাই না?

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই আজিজুল হাকিম তামিম। কে এই ক্রিকেটার? 

জানা গেছে, আজিজুল হাকিম তামিমের গ্রামের বাড়ি খুলনায়। সেখানেই ক্রিকেটে হাতেখড়ি। তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। অন্য দুই তামিমের মতো বাঁহাতে ব্যাট করেন। ডান হাতে অফস্পিন করে থাকেন। আগের দুই তামিমের মতো তিনি ওপেনিং ব্যাট করেন। ক্ষেত্র বিশেষ ওয়ানডাউনেও ব্যাট করেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সেমি-ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১১৬ রানে। তারপর জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন। শেষপর্যন্ত তার ঝড়ো ফিফটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তামিম। তার বীরত্বপূর্ণ ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। ৪ মেরে দলেকে দাপুটে জয় এনে দেন এই তামিম।

এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি হাঁকান। সেদিন ছক্কা মেরে স্পর্শ করেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।  যুব ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে শতরানের প্রথম কীর্তি যেটি। পরে নেপালের বিপক্ষে জয়ে তিনি করেন অপরাজিত ফিফটি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানে আউট হয়ে গেলেও এবার পাকিস্তানের বিপক্ষে করলেন আরেকটি অপরাজিত ফিফটি।


সর্বশেষ সংবাদ