সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, নিয়ন্ত্রণে সেনাবাহিনী  © সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ‘সাকিবিয়ান’ ব্যানারে আন্দোলনে করছিল সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে মিরপুরে খেলতে দেওয়ার দাবিতে ছিল তাদের এই আন্দোলন।

তাদের ওই আন্দোলন চলাকালে স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে বাধার মুখে পড়েন সাকিব সমর্থকরা। সেখান থেকে ফিরে যাওয়াত পথে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা করে সাকিব বিরোধী ভক্তরা। এসময় লাঠিসোটা নিয়ে তারা তাদেরকে ধাওয়া দেয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থালে সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে। আজ রবিবার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাকিব ভক্তরা হামলা থেকে বাঁচতে উল্টো দিকে স্টেডিয়ামের দুই নম্বর গেটের দিকে দৌড়ে পালানোর সময় সেখান থেকে ধাওয়া দেয় সেনাবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। তখন উল্টো দিকে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 


সর্বশেষ সংবাদ