কানপুর টেস্টে দ্বিতীয় দিনেও বৃষ্টির হানা

পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা
পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা  © সংগৃহীত

কানপুর টেস্ট বৃষ্টি বাঁধায় পড়বে জানা গিয়েছিল আগেই। ফলে নির্ধারিত হয়ে টসও অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে আবারও হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। আদৌ এদিন খেলা হবে কিনা সেটা নিয়েও আছে সংশয়।

এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি রয়েছে। পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা। দুই দলই মাঠে পৌঁছালেও গা গরম করার সুযোগ নেই কারো। ডাগআউটে বসে আলাপচারিতায় সময় কাটাচ্ছেন তারা। 

পূর্বাভাস বলছে, সারাদিন ধরেই চলতে পারে এই বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই। 
 
এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।
 

 


সর্বশেষ সংবাদ