অবসর নিয়ে ভাবছেন না সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © সংগৃহীত

সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ তো বটেই, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। দেশ-বিদেশে সাকিবের অসংখ্য ভক্ত। সাকিব মাঠে নামলেই যেন বাংলাদেশ জেগে উঠে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে ভালো পারফর্ম করতে পারেনি সাকিব। ব্যাটে-বলে দুই দিক থেকেই তিনি ছিলেন না চেনা ছন্দে। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। তবে অবসর নিয়ে ভাবছেন না সাকিব। 

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার সেভেনটি ফাইভ। আইপিএলের পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়। মেজর লিগ ক্রিকেটে খেলতে দেশ ছাড়ার আগে সাকিব বলেন, আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে। সবাই নিজেদের লোক, পরিচিত। কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই। স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই। আশা করি সর্বোচ্চ দিয়ে পারফর্ম করার।’ 

বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাকিব বলেন, ‘ব্যাটারদের জন্য কঠিন ছিল। আমি দেখলাম না কাউকে ধারাবাহিকভাবে ভালো করতে। অন্যান্য প্রতিটি বিশ্বকাপেই অনেকে ধারাবাহিকভাবে ভালো করে, এই বিশ্বকাপে তা দেখিনি। হয়ত এক ম্যাচ দুই ম্যাচ ভালো খেলেছে, দলগুলো এভাবেই জিতেছে। যে যেদিন পারফর্ম করেছে সে-ই জিতিয়ে নিয়েছে। যেহেতু বড় স্কোরের ম্যাচ ছিল না। আমরাও এক-দুজনের অবদানে জিতেছি। যেগুলো জিতিনি হয়ত ওরকম বড় কন্ট্রিবিউশন ছিল না।’ 

সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে, শুধু বাংলাদেশই নয়, আসরজুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ার আফসোসে পুড়ছেন তিনিও।

আরওে পড়ুন: সময়মতো টিম বাসে না উঠতে পারা আমার অনিচ্ছাকৃত ভুল: তাসকিন

সেমিফাইনালে যেতে না পারা দুঃখজনক জানিয়ে সাকিব কথা বলেন ঘাটতি দূর করার ব্যাপারেও, 'হ্যাঁ এটা একটা বড় আফসোস। এটা হলে খুব ভালো লাগত, খুব বড় অর্জন হতো। সেদিক থেকে আমাদের জন্য দুঃখজনক।'

এসব ফেলে সাকিব তাকাতে চান সামনের দিকে। তবে সেজন্য কোচ অধিনায়ক আর বোর্ডকেই এগিয়ে আসতে হবে মন্তব্য এই সিনিয়র ক্রিকেটারের, ‘এটা তো আসলে বলা মুশকিল। নীতিনির্ধারক, কোচ, ক্যাপ্টেন, দলের যারা পার্ট, ক্রিকেট অপারেশন, বোর্ড তারাই আলোচনা করে বুঝতে পারবেন ঘাটতি কোথায় ছিল, এবং ভবিষ্যতে যাতে ঘাটতি না থাকে সে অনুযায়ী কাজ করার।’ তাই আপাতত অবসর নিয়ে ভাবছেন না সাকিব।

 

সর্বশেষ সংবাদ