বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৮:৩০ PM , আপডেট: ০১ জুন ২০২৪, ০৮:৩৮ PM
আগামীকাল রবিবার (২ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু ডালাসের বাজে আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ায়নি। বাকি ছিল ভারতের ম্যাচ। আজ শনিবার (১ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শুরু হওয়া ভারত-বাংলাদেশের সেই ম্যাচ দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব।
প্রস্তুতি ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিরাট কোহলি ছাড়া প্রস্তুতি ম্যাচটিতে ভারতীয় দলের অন্যরা খেলবেন। গা গরমের উপলক্ষ হলেও দুই দলের জন্য ম্যাচটির আলাদা গুরুত্ব আছে। ভারত তাদের গ্রুপপর্বের চারটি ম্যাচই খেলবে নিউইয়র্কের এই নাসাউ কাউন্টি মাঠে। বাংলাদেশেরও একটি ম্যাচ এই মাঠে, ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দুই দলই তাই প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে চায়। এ মাঠে বসেছে অস্ট্রেলিয়া থেকে আনা ড্রপ ইন উইকেট। নিউইয়র্কের জল-হাওয়ায় অস্ট্রেলীয় উইকেট কেমন আচরণ করে, তা দেখতে চাইবে দুই দলই।