আবারও জ্বলে উঠলেন মুস্তাফিজ, জিতল চেন্নাই

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান  © সংগৃহীত

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে একাদশে সুযোগ পেয়ে সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচেও আবার জ্বলে উঠলেন মুস্তাফিজ। মুস্তাফিজের শুরু ভালো না হলেও শেষদিকে দুর্দান্ত বল করেছেন তারকা এই পেসার। ৪ ওভারে ৩০ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে গুজরাট।

৬ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই। দলের সর্বোচ্চ ৫১ রান করেছেন শিবম দুবে। এ ছাড়া ২০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। 

সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এ ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। যার খেসারত দিয়েছে দল। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন, দীপক চাহার, মুস্তাফিজ এবং তুষার দেশপান্ডে। 

প্রথম স্পেলে ভালো করতে না পারলেও শেষদিকে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ১৭ তম ওভারে সাজঘরে ফেরান রশিদ খানকে। ওই ওভারে মাত্র ১ রান দেন তিনি। নিজের শেষ ওভার এবং ম্যাচের ১৯তম ওভারে এসেও অসাধারণ বোলিং করেছেন ফিজ। গুজরাটের শেষ ব্যাটার রাহুল টেওয়াটিয়াকে দারুণ এক কাটারে সাজঘরে ফিরিয়েছেন তিনি।  

একাদশে সুযোগ পেয়ে সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যোচেও খেলতে নেমে নিতে শুরু করেছেন উইকেট। 

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করে চেন্নাই। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। আজ শিকার করেছেন দুই উইকেট।


সর্বশেষ সংবাদ