১১ বছর পর রাতে মুখোমুখি ব্রাজিল-স্পেন, খেলা দেখবেন যেভাবে

১১ বছর পর রাতে মুখোমুখি ব্রাজিল-স্পেন
১১ বছর পর রাতে মুখোমুখি ব্রাজিল-স্পেন  © সংগৃহীত

প্রথমবারের মতো দরিভাল জুনিয়রের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০০৯ সালের পর সেটাই ছিল ব্রাজিলের প্রথম জয়। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে তারা নতুন বছর শুরু করেছে। এবার প্রীতি ম্যাচে আজ রাতে স্পেনের বিপক্ষে নামছে ব্রাজিল।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত দুইটায় স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। আজকের ম্যাচে ব্রাজিল একই একাদশ নিয়ে নামবে বলে জানিয়েছেন কোচ দরিভাল। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা শুরুর একাদশ স্পেনের বিপক্ষেও নামবে ব্রাজিল। 

১১ বছর পর স্প্যানিশদের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৩০ জুন ব্রাজিল ঘরের মাঠ মারাকানায় স্পেনকে আতিথ্য দিয়েছিল। সে ম্যাচে তারা স্পেনকে ৩–০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়। দুই দলের এবারের আয়োজনটাও বিশেষ। 

রিয়াল মাদ্রিদের জার্সিতে স্পেনের মাঠে খেলতে গিয়ে বারবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্ণবাদ ইস্যু সামনে আসতেই অশ্রুসিক্ত সেলেসাও তারকা। 

তিনি বলেন, আমি জানি কি হচ্ছে। ক্রমেই বিষণ্ণতা বাড়ছে। মনে হচ্ছে আর খেলতে পারবো না। কিন্তু আমি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। বিশ্বাস করি, আমি একাই নই। এমনকি শুধু স্পেনে নয়, পুরো বিশ্বে, প্রতিনিয়ত কালোরা বর্ণবাদের শিকার হচ্ছে।

সবমিলিয়ে দু’দল ৯ বার পরস্পরের মোকাবিলা করেছে। যেখানে স্পেন জিতেছে মাত্র দুই ম্যাচে। বিপরীতে ব্রাজিল জিতেছে ৫ ম্যাচ, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। এরসঙ্গে নিজেদের সর্বশেষ ম্যাচের ফলও রয়েছে দরিভাল শিষ্যদের পক্ষে। এছাড়া নতুন বছরের প্রথম ম্যাচে ব্রাজিল শেষ হাসি হেসেছে ইংল্যান্ডের বিপক্ষে। তবে একই সময়ে স্পেন আরেক লাতিন দেশ কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়।

বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি স্পোর্টস ৫ এ। এছাড়া ব্রাজিল-স্পেনের লড়াই দেখা যাবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : বেন্তো ম্যাথিউস (গোলরক্ষক), দানিলো, ফ্যাব্রিসিও ব্রুনো, লুকাস বেরাল্ডো, ওয়েনডেল, ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া। 

স্পেনের সম্ভাব্য একাদশ : উনাই সিমোন (গোলরক্ষক), দানি কারভাহাল, লে নরম্যান্ড, লাপোর্তে, গ্রিমালদো, জুবিমেন্দি, রদ্রিগো, মিকেল মেরিনো, দানি অলমো, আলভারো মোরাতা ও ওয়ারজাবাল।

 


সর্বশেষ সংবাদ