খালি হাতে ফিরলেন সৌম্য

সৌম্য সরকার
সৌম্য সরকার  © ফাইল ছবি

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড, মিরপুর থেকে ডানেডিন। দেশ বদলেছে, বদলেছে ভেন্যুও। বদলায়নি সৌম্য সরকারের রান। ৩০ ওভারে ২৪৫ রানের লক্ষ্য তাড়া বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেই কাজটা আরও কঠিন করলেন ওপেনার সৌম্য সরকার। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর একই দলের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি ফিরেছেন খালি হাতে।

অ্যাডাম মিলনের লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে মুভ করা ডেলিভারি খোঁচা মারেন সৌম্য। তার ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সৌম্য।

তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। ২ রানে খেলছেন এনামুল হক।

এরআগে শুরুর ভালো বোলিংয়ের ধারা পড়ে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে সৌম‍্য সরকার ও মেহেদী হাসান মিরাজের উপর চড়াও হয়ে রান বাড়িয়ে নিয়েছে নিউজিল‍্যান্ড। ৩০ ওভারে স্বাগতিকরা ৭ উইকেটে করেছে ২৩৯ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ পেয়েছে ২৪৫ রানের লক্ষ‍্য।


সর্বশেষ সংবাদ