বিশ্বকাপ ফাইনাল

টিএসসি যেন একখণ্ড আহমেদাবাদ

বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো দর্শক
বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো দর্শক  © সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটের অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনাল খেলা বড় পর্দায় দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এ উপলক্ষ্যে টিএসসি এলাকা পরিণত হয়েছে মিনি স্টেডিয়ামে। এ যেন স্টেডিয়ামের বাইরে আরেক স্টেডিয়াম। অস্ট্রেলিয়া-ভারত খেলা ক্রিকেটে যোগ করে অন্যরকম আমেজ ও উত্তেজনা। 

বিশ্বকাপের ফাইনাল দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো দর্শক। একটু পর পর খেলা প্রেমীদের হৈ হুল্লোড় ধ্বনিতে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র। সবার চোখ সামনে রাখা বড় পর্দায়। এদের অনেকেই খেলা দেখতে এসেছেন প্রিয় দলের জার্সি পরে।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম ভারত। প্রিয় দলের খেলা দেখতে আজ সকাল ১১টা থেকেই ঢাবির টিএসসিতে ভিড় করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির ক্রিকেটপ্রেমীরা। প্রিয় দলের খেলায় আনন্দে মেতে উঠেছেন সবাই। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে পেরে সবাই আনন্দিত। 

খেলা দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর হোসেন জানান, টিএসসিতে আসলে সবার সাথে খেলা দেখলে মনে হয় স্টেডিয়ামেই আছি। ক্লাসের কারণে প্রথম ইনিংসে খেলা দেখতে পারিনি। তবে পরের ইনিংসের পুরো ব্যাটিং দেখব এখানে।


সর্বশেষ সংবাদ